মনসা মঙ্গল
                          সুমন রঞ্জন সেন
                             17/08/2020


পূজা লাভে নাগমাতা     চন্দ্রধর সাথে কথা
                মর্তে পূজা করো তুমি।
চন্দ্রধর কহে মুখে           শিব ছবি মম বুকে
                    শিব চণ্ডী পদ চুমি।।


তুমি চেঙমুড়ী কানী     আমি নাহি দেবী মানি
              চলে যাও তোমা ঘর।
হস্তে পূজি শূলপাণি   তোমা পূজা নাহি জানি
                আমি চাঁদ সদাগর।।


ক্রোধানলে পদ্মা শাপে    ছয় পুত্র সর্প ধ্বংসে
                   শেষে পুত্র লক্ষীন্দর।
বিবাহ বেহুলা সাথে   সর্প তারে ধ্বংসে রাতে
                      তার সব করে পর।।


ডিঙা নিয়ে নদী পথে  যাত্রা শুরু কৈলাশেতে
                  মনে নাহি কোনো ভয়।
সভা মাঝে নৃত্য করে    তাহা দেখে প্রাণ ভরে
                   শত কষ্টে পৌঁছে জয়।।


মহাদেব তুষ্টি পায়        পদ্মা কাছে শান্তি চায়
                     পূর্ণ হবে এক শর্তে।
বর মাগে দেবী সতী       কৃপা করো পদ্মাবতী
                  পদ্মাদেবী পূজা মর্তে।।


সর্ব আশা পূর্ণ হলো     সর্ব নিয়ে ফিরে গেলো
                   ব্যক্ত করে মর্ম কথা।
বাম হাতে পূজা করে         বাধ্য হয়ে সদাগরে
                   খুশি হলে নাগমাতা।।


পূর্ণ হলো এক শর্তে          বিষহরি পূজা মর্তে
                  তাহা থেকে শুরু হলো
কৃপা মাগে ঘরে ঘরে     পূজা করে প্রাণ ভরে
                  জয় মা মনসা বলো।।