অচেনা পৃথিবী
              সুমন রঞ্জন সেন
            14/06/2020


বদলে যাচ্ছে এ পৃথিবী
হবে আর কত কিছু
স্বার্থে পড়ে চলন ধরণ
চলে দিবানিশি


তোমার মূল্য যে...
এক এক জনের কাছে এক এক রকম
কেউ তোমাকে সাজাতে চায়
আর কেউ নিজেই সাজতে চায়
কেউ সময় কাটাতে চায়
কেউ ভালোবাসা চায়


মোহে পড়ে শত ডুবে
কত হাসে
কত কাঁদে
কত আরো থাকতে ভাবায়
কত থাকে যমের আশায়


কখনো উত্তপ্ত সবকিছু
প্রখর সূর্য কিরণে
কখনো বর্ষার আগমনে
জলরাশি দিকে দিকে
কখনো ভিন্ন কারণে
জীবন যাত্রা বদল


সময়ে সবাই হয়ে যায় অচেনা
পৃথিবীকে এখনও চেনা হলো না যে
অচেনা পৃথিবীতে থাকব আর কতকাল।