অপার হাসি
        সুমন রঞ্জন সেন
        02/09/2019


দিনের বেলায় রবির হাসি
হাসিখুশি মন,
মায়ায় ভরা ভব মাঝে
শান্ত বক্ষ বন।


পুষ্প মাঝে মধু যখন
দৃষ্ট পাখি শত,
নদী যখন চলবে ছুটে
দেখবে রূপ কত।


চাঁদের হাসি দেখলে পরে
ভিন্ন ছবি পাই,
জীবন সাথীর হাস্য আনন
নিত্য দেখতে চাই।


জন্ম দিয়ে লালন পালন
গর্বে ভরে বুক,
মায়ের হাসি সবার চেয়ে
মিলে অপার সুখ।


মাতা পিতা অমূল্য ধন
আঁধার করে দূর,
সেবা করবে আপন মনে
পুণ্য কর্মের সুর।