প্রবাহিনীর বুকে
                       শ্রী সুমন রঞ্জন সেন
                         (সহকারী শিক্ষক)
                          ২৩/১১/২০১৮ইং


এতো মনোবল একা একা
প্রবাহিনীর বুকে,
কাহাকে দেখতে উদ্যম মন
এমন ভাবনা মুখে।


তেমন ভাব জাগে যেন
অনুরুপ হয় যার,
অন্বেষণে রত ভব মাঝে
ও কি আসছে আবার।


দেখার আশায় ছুটছে মন
ছুটছে অদূর পানে,
শুধু প্রতীক্ষায় মম মর্মদেশ
মিলবে কার সনে।


হৃদয়ে প্রেম মিলনে মন
সঙ্গ পাব কবে,
সঙ্গের প্রত্যাশা নিঃসঙ্গ যেন
থাকব কেমনে ভবে।


এতো বিলম্ব  নাকি কর্মে
অন্য পথে গমন প্রিয়,
বুঝলি না যে মোর অন্তর
আশায় থাকব তবুও।


অলিদল বেড়ায় মধু পানে
পুষ্প মাঝে করে গমন,
একই পুষ্পে থাকতে বাসনা
খুঁজছি কুসুম ভাবনা তেমন।


কতকাল থাকবে এমন ভাব
ধরা মাঝে জগত জননী,
জন্ম-মৃত্যু , মিলন কখন
কেহ তাহা  নাহি জানি।


Suman Ranjan Sen
Karimganj, Assam, India