শুভ অক্ষয় তৃতীয়া
         সুমন রঞ্জন সেন
       (সহকারী শিক্ষক)
        ০৭/০৫/২০১৯ ইং


চান্দ্র বৈশাখ শুক্ল পক্ষের তৃতীয়া যে তিথি,
হিন্দু ও জৈন তাহা পালন সবার বিশেষ রীতি।


শুভ লগ্নে জগত মাঝে শুরু অনেক কর্ম,
বিষ্ণুদেবের ষষ্ঠাবতার পরশুরাম জন্ম।


বেদব্যাস ও গণপতি মহাভারতের রচনা,
সত্য যুগের অন্ত হয়ে ত্রেতা যুগের সূচনা।


ভগীরথ-ই গঙ্গামাকে মর্তে নিয়ে আসে,
জলের তরঙ্গ জগত মাঝে হাস্য রূপে ভাসে।


কুবের রাজের তপস্যাতেই মহাদেব যে তুষ্ট হন,
বৈভব লক্ষ্মীর অতুল ঐশ্বর্য প্রদান করেন ধন।


পুরীধামে ,জগন্নাথের  নির্মাণ শুরু রথ,
কার্য ধারা অক্ষয় থাকে বিশ্বাস বৈদিক মত।


কেদার-বদ্রী-যমুনোত্রী-গঙ্গোত্রীর দ্বার খোলে,
ছয় মাস ধরে অক্ষয় প্রদীপ উজ্জ্বল ভাবেই জ্বলে।


এই তিথিতে সোনার গয়না কেনাকাটা করে,
সুখ ও শান্তি,সম্পদ বৃদ্ধি বিরাজ করবে ঘরে।


নব্য যুগে জ্ঞানে পূর্ণ  নিত্য সবাই কর্মে
বিশ্বাস করলে পুণ্য হবে শান্তি আসবে মর্মে।


Suman Ranjan Sen
Nandapur,Bhanga Bazar,
Karimganj,Assam,India.