ইংরেজি ছন্দ: ম্রৈত্যুয়িকী ফার্স্ট পিয়্যান
       ম্রৈত্যুয়িকী ছন্দগঠন: ÷uvv
-------------------------------------------
স্বপ্ন  দেখা
             শ্রী সুমন রঞ্জন সেন
              ৩১/০১/২০১৯ ইং


স্বপ্ন শুধু     নিত্য মনে
গুপ্ত থাকে   বক্ষ বনে,
মুক্ত মনে    হস্ত ধরো
মর্ম কথা  ব্যক্ত করো।


স্বপ্ন মাঝে   সঙ্গ জড়ো
হৃদ্য সাথে     পূর্ণ করো,
চিত্ত মিলে    কর্ম থাকো
হর্ষ হবে        মর্ম রাখো।


দুঃখ ভুলে   পার্শ্ব আসা
চিন্ত নাহি      মর্ম ভাসা,
যুক্ত হবে     মুক্ত মন
সৃষ্ট হবে     নব্য বন।


হৃদ্য মাঝে  সুপ্ত রবে
স্বপ্ন দেখা  সত্য হবে।


××××××××××××××××××××××××××××××××××
ম্রৈত্যুয়িকী ছন্দ ও কবিতার উদ্ভাবক ও প্রবর্তক কবি ও গবেষক প্রভাষক কালাচাঁদ মৃত্যু।