ত্রিনয়নী মহামায়া
          সুমন রঞ্জন সেন
           01/04/2020


ত্রিনয়নী মহামায়া
জগত মাঝে শত নামে,
দশভুজা পূজা করে
শত জনে ধরাধামে।


শরৎকালে শারদীয়া
দেবী দুর্গা ভব পারে,
মা বাসন্তী রূপে পূজা
বসন্তে তা বারে বারে।


মা বাসন্তীর যুগল চরণ
বন্দি পুনঃ চিত্তে রাখি,
নাহি জানি হেন কিছু
নিত্য তবু তোমায় ডাকি।


পুষ্প গেঁথে পুষ্প মালা
নব সাজে দশভুজা,
জাগো চণ্ডী হৃদয় গণ্ডী
শত নামে দেবী পূজা।


ত্রিনয়নী পদ তলে
পুষ্প অর্পণ এ সুমনে,
চরণ যুগল স্পর্শে চিত্ত
অশ্রুধারা এ নয়নে।


হরগৌরীর লীলা শত
থাকো সদা হৃদয় মাঝে,
কৃপা ছাড়া আত্মহারা
থাকলে হৃদয় নব সাজে।