:  অতীতের জোর :
জীবন  বড়ই কঠিন  ভাই, জীবন  বোঝা  বড় দায়,
জীবন যে আজ চলার পথে শুধুই  ব‍্যথা পায়
জীবনের  অঙ্কটা রইল  অজানা,
জীবন  কি শুধু আউরাবে অতীতের গুনজনা?
অতীত শুধুই বলে আমায় তুই ফিরে  আয়,
বর্তমানের  কোন কথায়, সুখের  ছোয়া নাই ।
অতীতেরে শুধাই আমি, বড়ই ছল,
বড়ই নিষ্ঠুর  তুমি, বড়ই  ব‍্যাথা  দায়ি।


হাসিয়া  অতীত  কহে,
তবে কেন তুমি আমায় সঙ্গকরে বয়ে নিয়ে যাও শুনি?
অতীতেরে  শুধাই  আমি,
আমিও তো মানুষ  ভাই, তাহার  উ‌দ্ধে নাই,
অতীতের অনেক কথাই সুখের  ছোয়া পাই ।


হাসিয়া অতীত কহে, বড়ই বোকা, বড়ই অবুঝ তুমি।
তুমি জানো না তোমায় কতটা গ্রাস করিয়াছি আমি!
তাহারে শুধাই আমি, হ‍্যা আমি জানি, বড়োই নিষ্ঠুর তুমি, বড়ই নিষ্ঠুর তোমার সেই স্মৃতি,
তবুও  তোমায় আকড়ে  ধরিয়াছি আমি,
যতদিন আছে এই জীবন, আছো তুমি!


তোমারও এই গরীমা হবে ভঙ্গুর, হবে চুরমার,
যেদিন আমার  এই জীবনের হয়ে যাবে ইতি...!!!!
                        
                                  -  সুমন আলি