আজও সামাজ আছে অন্ধকারে
নেই আলো তার অন্তরে।
সমাজে ঘটছে কতো অমানবিক ছবি
মনে হয় সত্যিই মানবিকতার ভরাডুবি।
নেই কোনো প্রতিকার, নেই কোনো বিচার
সহ্য করে চলেছে এই নিরীহ সমাজ সংসার।
প্রাচীন সমাজে ছিল কতো সভ্যতা আর শৃঙ্খলা
কিন্তু আজ একুশের সমাজে চলছে রক্তের খেলা।
কে যেন কেড়ে নিয়েছে সব প্রেম আর শান্তি
কার অভিশাপে ঘটছে এই অকাল পরিণতি।
আজকের সমাজ যেন একটি খেয়ালী শিশুর মন
মানে না কোনো নিয়ম আর নৈতিক অনুশাসন।
আঁকে নিজের মনে কতো রঙিন ছবি
অবাক হয় বৃক্ষ সমাজ ,ভাবে একি ভরাডুবি।
খুন,ধর্ষণ আর শোষণ যেন এই সমাজের অলঙ্কার
মানবসমাজ হারিয়েছে আজ বেঁচে থাকার অধিকার।
সত্যিই এ সমাজ নবজাতকের কাছে যেন
এক দুঃস্বপ্নের নগরী
সমাজের বুকে জন্মেই হারিয়ে ফেলে সমস্ত
স্বর্গীয় স্বর্ণালী ছবি।