সেদিন ছিল যন্ত্রনার কালো রাত
ছিল না কোনো রক্তিম গোলাপ।                                সব বাতি গেছে নিভে                                       চোখের জলে,মনের মেঘে।।                      
তন্দ্রাও যেন চলে গেছে বহুদূরে
কষ্টেরা এসেছে নেমে জীবনের দ্বারে।
দিন কাটে ,রাত কাটে আঁধারে
যেন জীবন এগিয়ে চলেছে মৃত্যুর নগরে।
বাঁচতে চায় জীবন ট্যাবলেটের স্পর্শে
কোথায় গেল ডোপামিন,কোন অচেনা দেশে।
নিরাশার ছবি দেহে ,মনে ভাসে
বিশ্বাসঘাতকতা করলো ডোপামিন প্রতিরাতে।