এখানে কাব্যেরা কাঁদে
     যখন গভীর রাতে জঙ্গল থেকে বেঁচে থাকার
চিৎকার ভেসে আসে।
এখানে কাব্যেরা কাঁদে
যখন প্রকৃতির কোলে পাখির গান ক্ষীণ হয়ে আসে।
এখানে কাব্যেরা কাঁদে
     যখন রাস্তার ময়লা পোষাকপরা ছেলেটা
খাদ্যের জন্য তীব্র আর্তনাদ করে।
এখানে কাব্যেরা কাঁদে
     যখন সীমান্তে সৈনিকের বুকে গুলির
শব্দ শোনা যায়।
এখানে কাব্যেরা কাঁদে
      যখন তোমার আমার মতো ঘরের
কোনো বোন হয় ধর্ষিতা।
এখানে কাব্যেরা কাঁদে
    যখন প্রতিবাদের কন্ঠকে স্বার্থের জন্য
করা হয় কণ্ঠরোধ।
এখানে কাব্যেরা কাঁদে
    যখন দুঃখিনী ক্রন্দনরতা জননীর
শেষ ঠিকানা হয় ফুটপাতে।
এখানে কাব্যেরা কাঁদে
     যখন অসংখ্য দুর্গা লাঞ্ছিতা আর
কাল্পনিক দুর্গা পূজিতা।
এখানে কাব্যেরা কাঁদে
     যখন মানবতা,নৈতিকতার মৃত্যু ঘটে।
এখানে কাব্যেরা কাঁদে  
      যখন জন্ম নেয় ধর্ষক, খুনী আর সন্ত্রাসবাদী।
কাব্যদের কান্না থামে না
আকাশে,বাতাসে চারিদিকে
গাছে,ফুলে, গৃহে,রাজপথে।
এ কান্না পূর্ব থেকে পশ্চিমে
উত্তর থেকে দক্ষিণে।