তুমি কি দেখেছ রক্তিম বসন্ত?
কোকিলের রবে কিংবা শিমুল,পলাশ, কৃষ্ণচূড়ার
লাল আবীরে নয়,
এ বসন্ত ফাল্গুনী পূর্ণিমা রাতের নয়।
এ বসন্ত জন্ম নেয় বিকৃত মনে
এই রক্তিম বসন্তের দূত শোষক, খুনী, ধর্ষক।
লোভ আর লালসার মোহে লাল করে
  চলেছে প্রতিটি দিক।
একুশের এই বসন্ত সব ঋতুতেই বিরাজমান।