আমি যদি যাই হারিয়ে দূর আকাশের মাঝে,
কান্নাভেজা দৃষ্টি দিয়ে খুঁজবে নাকি সাঁঝে?
ভোরের বেলা শিউলি গাছে ফুল হয়ে যদি ফুটি
আঁধার রাতে পিদিম নিয়ে একলা যদি হাঁটি,
তখনও কী খুঁজবে আমায় প্রবল ঝড়ের রাতে
তখনও কী স্বপ্নে আমি হাসব তোমার সাথে?

আমি যদি ঘুমাই তোমার কোলে মাথা রেখে
তুমিও কী পড়বে ঢলে আমায় দেখে দেখে?
বৃষ্টিভেজা দিনে যদি তোমায় কাছে চাই,
ঠোঁটের মাঝে ঠোঁট ডুবিয়ে দেবে আমায় ঠাঁই?
দূর আকাশের পথ পেরিয়ে আসব তবে ফিরে,
তোমার সাথে প্রেম খেলব কৃষ্ণা নদীর তীরে!