অনেকটা পথ কেটেছে একা একা,
অনেকটা কেটেছে ভ্রমে,
মিথ্যে কল্পনায়।
জীবন আমায় বাস্তবতা শিখিয়েছে
শিখিয়েছে কিভাবে
আশা ভঙ্গের পরের মুহূর্ত টা
হেসে কাটিয়ে দিতে হয়।


আজ আমি ভয় পাই না
শিউরে উঠি না মিথ্যের নিষ্ঠুর আঘাতে,
ছলনা কে ভুলি ছলনা দিয়ে,
বাস্তবের কঠিনতম পরিহাসে।


যখন আমি চোখ বুঁজে
ছুটেছিলাম একনিঃশ্বাসে
কোনও অজানা আশ্বাসে ভর করে,
আমার নিষ্পাপ আনন্দ
কেউ দেখেছিল কী?
আরও কী দেখেছিল কিভাবে
চোখ খুলে অনুভব করেছিলাম
দু দিকের নিস্তব্ধ হাহাকার?


আমি ভুলে গেছি
কিভাবে হ্যাঁ বলতে হয়,
ভুলে গেছি কিভাবে
অক্ষরের পর অক্ষর সাজিয়ে শব্দ,
শব্দের পর শব্দ সাজিয়ে বাক্য রচনা করতে হয়।


তবু সারাদিন বেঁচে থাকি,
মাঝেমাঝে মুখ লুকাই
একান্তে, গোপন অভিসারে।
অনেকটা সময় নিয়ে দেওয়াল তৈরি করি,
কিছু জেদের হাতে হাত মিলিয়ে।
জানি একদিন শিখর ছোঁব
কেউ সাথে থাকুক,
বা না থাকুক।