১●
নিঝুম এক অরণ্য,
সারি সারি দুঃখ গাছ..
কেমন ঝাপসা হয়ে আসছে চোখ,
কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছি আমিও..


তোমার মত একটা মানুষ থাকত যদি !
তোমার মতোই চিবুক যার!
স্কুল শেষের বৃষ্টি পথে কেউ যদি দাঁড়িয়ে থাকত তোমার মতই ভিজে গায়ে..!


তোমার মত ঝর্ণা পেলে চোখ বুজে দিতামই ঝাঁপ ,জলে ডোবায় মৃত্যু নেই আমার !


২●
এ ভীষন কোলাহল,
চতুর্দিক আলোময়,
কেমন ভেসে যাচ্ছে চোখ,
কেমন ঝাপসা সব কিছু কাচে,চশমায়..


তোমার বিয়ের কার্ড খুঁজে পেলাম বইয়ের তাকে, আর পেলাম 'তিতাস একটি নদীর নাম'
তোমার নামের নদী থাকতো যদি !
তোমার মতোই ঢেউ যার!
জন্মদিনে পায়েস বাটি হাতে সত্যি সত্যি তোমার মতোই দাঁড়িয়ে থাকত যদি কেউ?


তোমার মত বন্ধু পেলে,সংসার টংসার নিকুচি করি,জানি ঘর বাঁধলেই মৃত্যু আমার..