একদিন তোমাকে ছেড়ে আর কোথাও যাবনা,
একদিন আর কোনো সমকোণ কিংবা ত্রিভুজ আঁকবো না,বরং একটাই বৃত্ত এবং বৃত্ত মধ্যস্থ দুই বিন্দু মনেমনে..
এসমস্ত দেবদারু ঝোপ-ঝাড় পেরিয়ে প্রসেন দের কুল তলায় তুমি আমি ফিরে যাব ১৯৯৯ এ..


একদিন তোমাকে ছেড়ে আর কোথাও যাবনা,কোনো কাজে বা অকাজেও না,
খুঁটি ধরে দাঁড়িয়ে থাকবো ঠাঁয় রান্নাঘরে,
একদিন আর চেয়ার টেবিল সাজিয়ে বসবে না তুমি ফেসবুকে,
বরং একখানা বৃহৎ আয়না কিনে এনে দেব বিস্সুদবারে,
স্কুল ফেরত অনিমার হাতে লিখে পাঠাবে 'সন্ধ্যায় চুমু দেব গোপনে'


একদিন তোমাকে ছেড়ে আর কোথাও যাব না,কোনো মৌসুমীর কথায় কোনো দিঘিতেও না!
অমল দার অঙ্ক ক্লাসেও না,
হো হো করে তুমি গড়িয়ে পড়বে সাদা খাতায়,
প্রত্যেকটা স্কয়ার রুটের আমার দেওয়া ভুল বিবরণে..


একদিন আর,তোমাকে ছেড়ে কোথাও যাবনা,বিশ্বাস করো..
কোনো তৃতীয় বিন্দু ছেদ করবে না বৃত্তের গায়ে,
একদিন আর লোক হাসবে না আমায় নিয়ে,একদিন আমার হৃদপিন্ড বেঁধে রবে তোমার হৃদয়ের শিরা উপশিরা দিয়ে।


সুমন