পৃথিবীর সমস্ত দুঃখের গায়ে হেলান দিয়ে বসার আগে,একবার এসে বোসো ফিনাইল গন্ধের খসখসে মেঝের ওপরে,এক শহর যন্ত্রণার দাগ আঁচল মেলে মুছে দিও ও মেঝেরই বুক হতে,কোনো শীতের অবেলার অসুখে হাতের শিরায় ব্লেডের পীড়ায় এক লক্ষ্য সিরিঞ্জ ডিঙিয়ে চলে এস কোনো হাসপাতালি মহকুমায়, কোনো বিচ্ছেদের বিকল্প স্বরূপ বেগুনি শাড়ি সিলিং এ মেলে দেওয়ার আগে,এসে দাঁড়িও জ্যান্ত আর মরা মানুষের অগণিত ভিড়ে,
হতাশ-হা-হুতাশ ছুটতে ছুটতে চলন্ত রেলগাড়ির সামনে দাঁড়ানোর আগে,এসে দাড়িও ভিড় রাস্তার প্রসূতি লাশটার এম্বুলেন্স এর সামনে..