পৃথিবীর সমস্ত থুথুই ছিটিয়ে দিও গায়ে আমার একদিন ।
সমস্ত যন্ত্রনা আর একাকীত্ব দিয়ে মুরে দিও তালপাতার ছাউনি খানি।


তোমার মতো মুখ দেখিনি কখনো আর ,
মোমবাতি চুরির আলোৎসব শেষে ভোর রাতের শীউলি-তলা আর সাগরদিঘীর পার ঘেষা কাশ বন ফেরেনি আজো ..
সমস্ত অপমান ভরদুপুরে জানালা দিয়ে ছুরে দিও মুখে আমার,
তোমার মতো মুখ দেখিনি কখনো আর ..
একই অভ্যেসের সাবধানে বয়ে যাওয়া হাজারের ছায়াপথ ,
গঙ্গার গাঁঘেষা লাল মোড়েম আর তোমার আমার মুর্শিদাবাদি সমস্ত ট্রেন ফেরেনি আজো ..
সমস্ত বেদনা চুপিসারে,মাঝরাতে ফেলে যেও উঠোনে আমার,আঁচলের প্রতিটি ছোয়ায় আর স্নেহজোড়া গৃহস্হালির শীতল পদচীহ্নে নিলজ্জের মতোই সুখ হবে আমার ।।                  


                      ________________ লোপা কে .