নারী অনেকটা জলের মতোই,
জলের মধ্য খানিকটা হাসি মিশিয়ে দিলে খিল খিলিয়ে হেসে ওঠে সে,
আবার খানিকটা  কাঁন্না ঢেলে দিলে যেন ফুঁপিয়ে ওঠে।


নারীর ক্রোড় গৃহস্থালির দোর,
স্নেহময়ীর অন্তরের মাতৃদুগ্ধের জোর,
শাড়িতে লেগে থাকা বসন্ত যেন,
ছিন্ন জরাজীর্ণ অথচ তৃপ্ত কেন!


নারী ঠিক সেই নাড়ির মতো
আমার নাভি থেকে মায়ের দেহে মিশে গেছে যা..


©সুমন