উফ মমতা


উফ মরে যাবো,মরে যাবো,মরে যাবো..
আমার জিহবায় জমে ক্যানিবল রসস্রোত,
লক্ষ লক্ষ বছর ধরে হাসপাতালে শুয়ে আছি যেন,বেকারত্বের ঋণ,রাতদিন মৃয়মান অপমান বেড়ে যাওয়া বয়স আধ পাকা একগাল দাড়ি..


আমার কিছু ভাল লাগছেনা মমতা,
আমার কিছুই ভালো লাগে না মমতা..
আমার মগজে আত্মঘাতী বারুদ,যেন নাগাসাকিতে দাঁড়িয়ে আছি 1945 থেকে এপ্রিল 5,2021,কলমে বেদনা এনে দিয়েছো কেবল..মমতা নেই তোমার?
উফ অশিক্ষিত থেকে যাওয়ায় ভালো ছিলো বরং,
শিল্পের জন্য কোদাল চালানো শেখা হলো না কোনদিন..


মরে যাবো মরে যাবো মরে যাবো,
আমার আয়ু শেষ বুঝি,আরোপিত চুক্তির শেষ বুঝি,
আমাকে তোমার অভিশপ্ত নগরীর সমস্ত পুরুষ জাতির আত্মঘাতীর সূচনা হয়ে যেতে দাও,আমার কপালে চার অক্ষর লিখে দেওয়ার আগে আমাকে তোমার শিল্পাঞ্চলে বেতন ভুক্ত কর্মচারী হয়ে যেতে দাও,
শীতল কোনো জলাশয়ের বুকে আমার লাশ জমে নীল হয়ে যাওয়ার আগে,
আমাকে আমার পরিবারের প্রতীজনের দুর্গাপূজোর বাজার কিনে নিতে দাও..


তেত্রিশটা বছর কেটে গেলো শিক্ষার তরে,আমার মায়ের একান্ন বাবার উনোশাট..
আমাকে তোমার শিক্ষিত সমাজের কংক্রিটে গড়া একখানা পিলার হয়ে যেতে দাও মমতা..আমি আর পারছি না প্লিজ..
আমার পরিচয়েই আমি কাপুরুষ।


মমতা,আমি নিজেকে লেথাল পুশ করার আগে অর্নিকার মত মেনে নাও তুমি,আমি নিসকর্মা নই-আ-আমি..
বলে দাও ওদের আমি আপদ নই?
আমি অযোগ্য নই?বলো..
নিজের জন্য না জোটানো ভাত তুমি,ই কেবল..
কোনো নারীর পুরুষ না হতে পারার কারন তুমিই কেবল,
৩৩লক্ষ প্রেমিক প্রেমিকার বিচ্ছেদের কারণ তুমিই কেবল,
বলো তুমি, উফ উফ..মরে যাবো.. উফ
উফ অশিক্ষিত থেকে যাওয়াই বেশ ছিলো বরং,
শিক্ষার তরে বেশন গোলানো শিখিনি কোনো দিন..


আমাকে তোমার রোজ রাতের ঘুম ভাঙ্গার শ্লোগান হয়ে যেতে দেখে নিও তুমি.আহ: আমার বাম দিকের অট্রিয়াম ফেটে যাচ্ছ যেনো,
আমাকে এই ফ্লইওভারের নিচে পিষে যেতে দাও এইবার..দোহাই তোমার, উফ আমার পিতার মৃত্যুর আগে আমার মৃত্যু দেখে নিতে দাও আমারই চোখে..


এই সমস্ত শিরা উপশিরা চিরে চৌচির হয়ে যেতে দাও..
বাথরুম ভর্তি আমার সংসার শুক্রাণু ভেসে যেতে দাও..


©সুমন


মলয় রয় চৌধুরীর প্রচন্ড বৈদ্যুতিক ছুতার এর অনুকরণে।


উৎসর্গ- সন্ন্যাসী ঘোষ


*কোনো রাজনৈতিক লেখা নয়,অযথা নাক গলাবেন না ।