মাতঙ্গিনীর রক্তে ভেজা আলিনানের মাটি
দেশবাসীর কাছে আজও সোনার চেয়ে খাঁটি।
দেশপ্রেমে প্রাণ দিলেন শহীদ ক্ষুদিরাম,
জীবন দিয়ে বুঝিয়েছিলেন স্বাধীনতার দাম।
৪২-এর তাম্রলিপ্ত জাতীয় সরকার,
দেশবাসীকে বুঝিয়েছিল স্বাধীনতা দরকার।
শতীশ সামন্ত ছিলেন জাতীয় সরকারের মাথা,
সেই স্মৃতিতে উজ্জ্বল আজও ইতিহাসের পাতা।
সেদিনের সেই 'ভগিনী সেনা' আর 'বিদ্যুত বাহিনী',
ইতিহাসের পাতায় লেখা সেসব কাহিনী।
সুশীল ধাড়া, অজয় মুখার্জী আর বিপ্লবী ছিলেন যত,
তাদের চরণে আজ প্রণাম জানাই শত শত।
ওকালতি ছেড়ে বিপ্লবী হলেন বীরেন্দ্রনাথ শ্বাসমল,
স্বাধীনতা আন্দোলনে তিনি যুগিয়েছিলেন বল।
এঁরা জীবন দিয়ে বুঝিয়েছিলেন স্বাধীনতার দাম,
স্বর্নাক্ষরে লেখা আছে মেদিনীপুরের নাম।
লবন সত্যাগ্রহ হয় মেদিনীপুরের বুকে,
বৃটিশ আইন বিপ্লবীরা দেখিয়েছিলেন রুখে।
বিপ্লবীদের রক্তে রাঙ্গা মেদিনিপুরের মাটি,
স্বাধীন দেশে আজও তাই সোনার চেয়ে খাঁটি।