সকালে সুর্যি মামা পূব দিকে ওঠে,
সোনা রোদ গায়ে মেখে কত ফুল ফোটে।
বাতাসে দুলিয়ে মাথা, দেয় তারা সাড়া,
রঙের জোয়ারে মাতে গলি থেকে পাড়া।
প্রজাপতি, মৌমাছি ভিড় করে আসে,
সুগন্ধি সুবাস থাকে তার চারপাশে।
বুনো ফুল বনে ফোটে, নেই কোনো যত্ন,
তবুও বনের শোভা তারা মণিরত্ন।
বনে ফুলচোর নেই তাই তারা নির্ভয়,
ফুল তুলে সাজি ভরি মোরা কত নির্দয়।
মনের মাধুরী দিয়ে মালিরা ফোটায় ফুল,
রঙে রঙ মেলাতে বিধাতা করেনি ভুল।
মৌমাছি ফুলে বসে পরাগ মিলিয়ে দেয়,
বিনিময়ে মৌমাছি ফুল থেকে মধু নেয়।
কোনো ফুলে পুজো হয়, কোনো ফুল ঝরে পড়ে।
কোনো ফুল শোভা পায় অভিজাত পরিসরে।
ফুল ফোটে বাগিচায়,টবে আর ছাদ জুড়ে,
কিছু ফুল শোভা পায় খোপাতে অন্তঃপুরে।
ক্ষীরাই ফ্লাওয়ার ভ্যালি,মাঠজুড়ে ফুলচাষ,
ফুল বেচে, মালা গেঁথে, সংসার বারোমাস।
ফুল ছাড়া শুভকাজ একেবারে বেমানান,
ফুলের তোড়াতে হয় অতিথিদের সম্মান।
ভ্যালেন্টাইন ডে’তে গোলাপের বাড়ে দাম,
সাথে থাকে  আর্চিস গ্যালারির নীল খাম।
বসন্ত উৎসবে খোপাতে পলাশ গোঁজে,
শান্তিনিকেতনে গোপিনীরা কানু খোঁজে।


ঘাটালের ফুল মেলাতে ফুল ফুটেছে কত,
ফুল দেখতে ভিড় করেছে মানুষ শত শত।
শত ফুল বিকশিত আজ, চেতনার রঙে রাঙা।
কদিনের এই পুষ্প মেলা, মোদের ভুবনডাঙা।
ফুলের সাথে পিঠেপুলি, নাটক, নাচ-গান।
শহরের এই প্রাণকেন্দ্র ফিরে পেয়েছে প্রাণ।
কিছু ফুল বড্ড চেনা, কিছু ফুল অজানা,
রূপের ডালি সাজিয়ে পাপড়িরা মেলে ডানা।
নানা রঙে নানা রূপে চারিদিক আলো করে,
ফুটে আছে কত ফুল চেয়ে দেখো ভাল করে।
ফুলের আবহে আজ একটা শেলফি হোক,
পোষ্ট কোরো ফেসবুকে, লাইক করবে লোক।


ফুলের বারোমাস্যা জুড়ে আজ একটাই ধাঁধা,
কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা?
কোন ফুলেতে কুমড়ো হবে, কোন ফুলেতে বড়া?
এটা নাকি বিধির বিধান, সব তাঁরই করা।