ওরে...রং বরষে ভিগে চুনারেবালী
কেউ খেলে দোল, আর কেউ খেলে হোলি।
কেউ গায় হরিনাম, কেউ গেলে রাম।
কেউ বলে রং দে, কেউ বলে থাম।
কেউ রং বদলায়, কারো রং পাকা।
কারো কারো স্বভাব রং মেখে থাকা।
ভাং খেয়ে নেশা করে কেউ রংবাজ।
খোপাতে পলাশ কারো - প্রাকৃতিক সাজ।
রং দে তু মোহে... বলে কেউ গুনগুনিয়ে,
ব্যালকনির সুন্দরী মেয়ে দের শুনিয়ে।
ন্যারাপোড়া কাল ছিল, আজ সখের দোল;
সুন্দরীরা এসেই বলে খোল দ্বার খোল।
বলিউডি গ্লাম গার্লদের হোলির পোষাক দেখে,
স্বচ্ছ ভারত নিয়েছে আজ লজ্জ্বায় মুখ ঢেকে।
শান্তিপ্রিয় দোল খেলা হয় শান্তিনিকেতনে।
রংয়ের জোয়ার লাগে সেথা শরীরে ও মনে।
বৃন্দাবন ও মায়াপুরে দুহাত তুলে দোল;
প্রেমানন্দে বলে সবাই "বল হরিবোল"
লালু, ভুলু, টুনটুনিরা বালতিতে রং  গোলে,
কেষ্ট, বিষ্টু, কালুদাদারা মদের বোতল খোলে,
আজ চলবে সব কিছুই ফুলটুস মস্তি।
দোলে মাতুক আপামোর-পাঁচতারা থেকে বস্তি।