সমবায়ের মানে -
তুমি জানোনা কিন্তু গাঁয়ের গরীব কৃষক জানে।


সমবায় চাষীর কাছে আসলে এক ছাতা,
যে ছাতার নীচে কৃষক গুজেছে তার মাথা।
চাষিভায়েরা সহজেই পেয়েছে চাষের ঋণ,
সার পেয়েছে ন্যায্য দামে, এসেছে সুদিন।
সমবায় কিনেছে ফসল সহায়ক দামে।
খুশির হাওয়া ছড়িয়ে পড়ুক গ্রাম থেকে গ্রামে।


সমবায়ের মানে-
তুমি জানোনা কিন্তু গাঁয়ের মা বোনের জানে।
যে মায়েরা তিলে তিলে করেছে সঞ্চয়,
স্বনির্ভর দল গড়ে আজ জয় করেছে ভয়।
সেই মায়েরা ঘরে বাইরে আজ দুর্গা মা
সেই সমবায় মাথার ঘামে, তুমি বুঝবে না।


সমবায়ের মানে-
তুমি জানোনা কিন্তু গাঁয়ের মানুষগুলো জানে।
যারা স্বপ্নের বীজ জমিতে বুনে ফসল কেটে আনে।
যারা মাথার ঘাম পায়ে ফেলে জমিতে ফলায় ধান,
সার-জল আর মমতা দিয়ে ফসলে আনে প্রাণ।
সমবায়ের মানে আসলে খুবই সোজা,
সমবায় দশের লাঠি আর একের বোঝা।


সমবায়ের মানে-
তুমি জানোনা কিন্তু গাঁয়ের মানুষগুলো জানে।
যারা হাল চালিয়ে কষ্টে শিষ্টে সংসারটা টানে।
সমবায়ের ঋণে তারা জমিতে ফোটায় হাসি,
উঠোন জুড়ে ছড়িয়ে খুশি, ফসল রাশি রাশি।
চেয়ে দেখ সাতরঙা ঐ জয় পতাকা ওড়ে,
ছড়িয়ে পড়ুক জয়ধ্বনি গ্রামে গ্রামান্তরে।