সৃজন তোমার বন্ধুত্বের ডাক
সব সুজনের পরাণ জুড়ে থাক।
সৃজন তোমার সৃষ্টি সুখের হাসি,
অক্ষরেরা বাজায় সেথায় বাঁশি।
পাতায় পাতায় সেই বাঁশির সুর,
জয় করে নেয় মনের অন্তঃপুর।
বাঁশি বাজুক অন্তহীন সুরে,
ছড়াক সুবাস কাছে এবং দূরে।
সৃজনের সব সুজনবন্ধু যারা,
সৃষ্টি সুখের উল্লাসে মাতোয়ারা ।
এলো সৃজনের আত্মীয় স্বজন,
পূর্ণতা পেলো এই আয়োজন।
অক্ষরেরা ভীড় করে আসে,
মলাট ঘেরা সেই প্রতিভাসে।
সাদা পাতা কালো অক্ষর,
ক্যানভাসের পাতায় ভাস্বর।
নতুন বইয়ের মনকাড়া গন্ধ,
পাটভাঙা কবিতার ছন্দ।
শব্দের মৌন মিছিলে,
দু'লাইনে তুমিও তো ছিলে।
অক্ষরশিল্পীর শব্দের খেলা,
চেতনায় ডুব দিয়ে কেটে যায় বেলা।
নিজেকে নিঙরে দেয় মলাটের ফাঁকে।
সৃষ্টির অভিলাষ হাতছানি দিয়ে ডাকে।