ফিসফিসিয়ে বললে যে-দিন সেই কথাটি কানের কাছে
গন্ধ আছে স্বাদও আছে আমিষ-কাঁটা মাছে মাছে
গভীর জলে মাড়িয়ে কাদা ঝাঁপিয়ে থাকা শ্যাওলা বেছে
সহ্য করে বাঁশের গুতো, জালের কাঁচি হারিয়ে শেষে
আনলে যে মাছ ডাঙ্গায় তুলে
ভালবেসে যখন ছুঁলে
আঁশটে তাহার ঘ্রাণও আছে
ছটফটিয়ে ডাঙায় নাচে
জল ছাড়া আর মাছ কি বাঁচে
তবুও তুমি মাছের পিছে
এতকিছুর পরেও তুমি এমন কথা বললে পাছে
আমিষ-কাঁটার ভয় তবুও মাছটাকে চাও পাতের কাছে!
ভালোবাসা এমন বুঝি ডাঙায় আছে জলেও আছে
গন্ধ আছে স্বাদও আছে আমিষ-কাঁটা মাছে মাছে।