অপরাজিতার ঘুম ভাঙ্গেনা; সে নাকি
আমার সাথে স্বর্গে যাবে।
তার আগে যম ঘর, প্রহরী দন্ডায়মান।
বন্ধ দ্বার কার জন্য খুলবে তবে।
প্রহরী আমায় ডাকে ইশারায়,ওখানে নাকি আমি ছাড়া আর কারো যাবার অনুমতি নাই
আমি বুঝে গেছি এ ঘর শুধুই পাপীর
পাপীর স্বর্গ সইবেনা ভার পূণ্যবতীর।
অতঃপর আমি একা, অপরাজিতা একা
দু'জনের পথ দু'দিকে,আর হবেনা দেখা।