বিজন বনে বৃক্ষবিলাপ বিশ্বে বিষের বাষ্পবিষ
বিরস বদনে বন্ধু বিহনে বাজিছে বুকে বিদায়শীষ!
বেদনাবিধুর বিরহকালে ব্যাথার বাঁশরী বনে বাজে
বেলাশেষে বসে বেলাভূমির বেলাতটে বেলা বিরাজে।
বনের বাঁকে বুনো ব্যথাজল বাঁকে বাঁকে বয়ে বয়ে
বৃথা বেদনার বাসর বানায় বানায় বিষাদবলয়ে।
বাড়ির বাগানে বকসাদা বেলি বাতাসে বাতাসে বিলায়
বেতশ বনে বাঁশলতা বাড়ে বনলতা বাড়ে বায়।
বুড়োর বাড়ির বেরসিক বুড়ো বাঁশবাগানের বাঁশে
বসায় বেঘোরে বেহুদা বিরসে বাদশাহি-ঘা বিনাশে।
বামপাড়ে বেশ বয়েসি বটের বটমূলে বসে বসে
বাজায় বাঁশরী বিনয়ী বালক বিস্মৃত বিশ্বাসে।


(বাক্যের প্রতিটি শব্দে একই বর্ণ বা বর্ণগুচ্ছ পুনঃ পুনঃ ব্যবহার করাকে বলা হয় টটোগ্রাম।টটোগ্রামকে দুভাবে সজ্জিত করা যায়, পূর্বভাগ (আদি) এবং উত্তরভাগ (প্রান্তীয়)।আদি টটোগ্রামে অবশ্যই আদিতে/প্রথমে অভিন্ন বর্ণ/বর্ণগুচ্ছ থাকতে হবে আর প্রান্তীয় টটোগ্রামে আদি/শুরুর স্থান ব্যতিত শব্দটির যেকোন জায়গায় অভিন্ন বর্ণ/বর্ণগুচ্ছ থাকতে হবে। আদি টটোগ্রামকে ক্রম টটোগ্রামও বলা যায় কেননা অভিন্ন বর্ণটি সবসময়ই প্রথমেই/শুরুতেই হবে। আর প্রান্তীয় টটোগ্রামকে অক্রম টটোগ্রামও বলা যায় কেননা অভিন্ন বর্ণটি প্রথম স্থান ব্যতিত শব্দটির যেকোন জায়গায় থাকতে পারে।)