আমি জানতাম তুমি ভালবাস রাত
     তবু কেন সেই রাতে গেলে একা ফেলে
     তোমার যাবার পরে উঠেছিল চাঁদ
     হলোনা যে দেখা আর হাতে রেখে হাত


     জানতাম ভালবাসো চাঁদের আলো
     তুমি যদি থাকতে একসাথে বলতাম
     ও চাঁদ,আরো বেশী জ্যোৎস্না ঢালো
     তারাদের ঝিকিমিকি আলোর নহর
     তুমি ছাড়া সবকিছু লাগছে বিস্বাদ।
    


     জানতাম ভালবাসো জলভাঙা ঢেউ
     নীরবে জলের সাথে মিতালী হতো
     তুমি আর আমি ছাড়া থাকতোনা কেউ
     কুয়াশা ঝরে যেন দু'চোখের জল হয়ে
     রাত্রির গানে ভাসে আর্তনাদ।