কাকের বাসায় কোকিল নাকি কোকিল গৃহে কাক
সেই প্রশ্ন সেই তর্ক এখন না হয় থাক
শহর ঠাসা কাকের ভীড়ে সদ্য ডানা মেলা
একটা কাকের মিলছে দেখা বেলা কি অবেলা।
এইতো কদিন আগে যখন ডিম ফুটে হয় বের
থাকতো বসে কার্ণিশে রোজ বিনয় বাবুদের
পাখনা মেলেই একটুখানি এথায় সেথায় ওড়ে
ভরদুপুরে-শেষবিকেলে-কিংবা রাঙ্গা ভোরে।
শহর জুড়ে কাক সমাজে কানাঘুষা বাড়ে
কিসের এমন তেজবাহারি পড়লো সবাই ঘোরে
বড় কাকের মেঝ কাকের যেথায় বসে সভা
ছোট্ট এ কাক উড়ে গিয়ে বাড়ায় সেথায় শোভা।
মুরুব্বি টাইপ দু 'একটা কাক দাঁত মটকায় রাগে
ভাব মাড়িয়ে নাক গলালে তাদের আঁতে লাগে
সবখানেতে যেমন থাকে কয়েকটা কাক উদার
স্নেহে ভরা মন যে তাদের খোলা ঘরের দ্বার।
এথায় সভা হেথায় সভা চলছে দলাদলি
দাঁড়ি কাকের সাথে মাদী কাকের গলাগলি।
কাকেদের ও কাগজ আছে নিত্য খবর ছাপে
সেথায় শুধু কাকের খবর ছাপে ইঞ্চি মাপে
কাক বলে কি কাল পুরনো যুগের সাথে হাঁটে
টিভি আছে এফ বি আছে ইউ টিউব ঘাঁটে।
দিনেদিনে ছোট্ট কাকের চেনা অলিগলি
কথায় কথায় থ্রেট ও মারে খুলবে গোপন থলি
চিন্তা বাড়ে শংকা বাড়ে উদার কাকের মনে
কজন মিলে শল্লা করে পাঠিয়ে দেবে বনে।
কথায় কথায় যে কাকটি মারতো শুধু থ্রেট
সমস্বরে চামচারা সব উঠতো বলে গ্রেট!
হঠাৎ কাকের খবর ছবি যায়না কিছু দেখা
সবাই থাকে মুখ ফিরিয়ে,লাগছে কি যে একা।
ওই যে সেদিন হয়েছিল একটি গোপন শল্লা
শল্লাতে সাব্যস্ত হলো থামিয়ে দেবে হল্লা
আর দেরি নয় ঘটে গেল যেই কথা সেই কাজ
খবর ছাপে শহরে কাল পড়েছে এক বাজ।
সেই বাজটি পড়লো গিয়ে একটি কাকের গায়ে
পুড়লো ডানা কাকটি মরে লুটায় ভাঙ্গা পায়ে
শহরে নেই কাকের মাতম দু 'একটা কাক কাঁদে
অকালে যে মরলো পড়ে সেই কাকেদের ফাঁদে।