মাটিতে বুক পেতে দিলে শান্তি পাই।
আয়তলোচন কেউ একজন বুঝি মাটির নীচ থেকে আমোদী ঘ্রাণ ছড়িয়ে আবাহন জানায়। আবখোরা বাড়িয়ে দিয়ে বলে, এই নাও, অমৃত সুধা করো পান।
কানে বাজে উপহ্রদের কুলকুল ধ্বনি। সারা শরীরজুড়ে উষ্ণ প্রস্রবণ। আমার চোখ বুঁজে আসে। আবাহন তীব্র থেকে তীব্রতর হয়। এ যেন উপাংশু জপ, শ্রবণেন্দ্রিয়ে ভীড় করা এ পৃথিবীর যাবতীয় কোলাহল শুঁষে নিচ্ছে ধীরে।
কি দারুণ পরমানন্দের স্বাদ! মাটি তো নয় যেন, পরশপাথর! পরম্পরা ভুলে পরাশ্রিত হয়ে যাই মাটির কাছে।