প্রতিদিন ভীড়ে রাত্রির জাহাজ ঢেউ ঝাপ্টানো কূলে
ঘুমকাতুরে যাত্রীরা সব মদির নেশায় দোলে
কেউবা কাটায় নির্ঘুম রাত গোপনে পোড়ানো দু:খে
এলোনা বলে জোয়ার ফিরে মরুময় খাঁখাঁ বুকে
হয়তো কোথাও একটি জাহাজ ডুবোচরে যায় আটকে
আধোঘুমে থাকা যাত্রীরা সব হঠাৎ ওঠে আঁতকে
জাহাজের ডেকে নি:সঙ্গতায় কেউবা আকাশ দেখে
আচমকা কেউ দেয় চমকে কাঁধে হাতখানি রেখে
কেউ ডুবে রয় মদের গেলাসে কেউবা নাচের ঘোরে
অপেক্ষাতে কেউ জেগে রয় নিশীথ শেষে ভোরে
উঠবে সুরুজ রাঙ্গিয়ে আকাশ ঝিকিমিকি নীল জল
দেখে দেখে ভেবে প্রিয়মুখ গুলো এঁকে যাবে অবিকল
খোপে খোপে জ্বলে দামি ঝাড়বাতি, সিগন্যাল,মাস্তুল
অপেক্ষাতে দূরে থাকা কেউ দেখে দেখে হয় ব্যাকুল
রাত্রির বুকে ভাসছে জাহাজ ভোর হতে যাবে ছেড়ে
সওদা শেষে ফেরে একদিন চিরচেনা বন্দরে।