(এক)
যেখানে শুয়ে আছে মহাকাল ধরে পূর্বপুরুষেরা
ঘাস হয়ে মিশে গেছে মৃত্তিকায়
একদিন আমিও মিশে যাবো ঢেউহীন জল পাড়ে
পৌঁছে যাবো সেই ঠিকানায়।
(দুই)
যেদিন,
পৃথিবীর সব আলো যাবে নিভে
গাজনের গীত নিজে গাইবে শিবে
সেদিন কে আর কাকে ভরসা দিবে!
(তিন)
মানুষ কতো কি করে!
অথচ কেউ চাইলেই কি পারে
আগামীকে টানতে কাছে;
মরে যেতে যদি ইচ্ছে করে?
মানুষ, কতো কি পারে!
তবু আক্ষেপে পোড়া মনে
এটুকু অপূর্ণতা, তা-ই নিয়ে বাঁচে।