ফুলের কাছে জমা হয়ে আছে অনেক ঋণ, প্রেমিকার খোঁপায় প্রতিদিন গুঁজে দেয়া একটা করে শুভ্র দোলনচাঁপার দাম আমি শোধ করিনি।


আমার অনেক দায় ফুরফুরে হাওয়ার কাছে, বটের পাতায় ফুরফুরি পাঙখা বানিয়ে তপ্ত দুপুরে হুরিয়ার পুকুরপাড়ে শুয়ে গ্রীষ্মের দাবদাহে জুড়িয়েছি প্রাণ সে হাওয়ায়।


ঋণী আমি গোধূলির কাছে, যার আবির রাঙা আভা মেখে হেঁটেছি আমি নিসর্গের পথে।


জোছনাও অনেক দিয়েছে আমায়, তার নরোম আলো গায়ে মেখে কতোবার আমি নিঃশব্দে হেঁটেছি রাতের শরীরে।


আমার অনেক ঋণ আগুনের কাছে, শীতের ভোরে হিম কুয়াশায় কুঁকড়ে যাওয়া ত্বক নিয়েছে কত উত্তাপ।
তারা দিয়েছে অনেক, নেয়নি কিছুই।