আমি কবি নই, হতেও চাই না
          শুধু লিখে যাই, ছন্দটা নিজের করে সাজিয়ে রাখি
আমি লেখক নই, হতেও পারবো না
            শুধু পাতা ভর্তি করে যাই, কিছুই থাকে না বাকি
আমি চিত্রশিল্পী নই, চেষ্টাও করিনি কখনো
             এঁকে যাই মনের কোনে জমে থাকা কিছু স্মৃতি
আমি ভাস্বর নই, হতেও পারবো না
          শুধু খোদাই করে রাখি কিছু সুখ, দুঃখ আর ভীতি
আমি ঈশ্বর নই, ঈশ্বরকে ভক্তি করি  
                   আমি প্রার্থনা করি তাঁর কাছে সবার জন্য
আমি শ্রষ্ঠা নই, কল্পনাও করি না
             আমাকে সৃষ্টি করেছে যে তাঁর প্রতি আমি ধন্য
আমি বেইমান নই, হতেও চাই না
             শুধু চাই যেন ভালোবাসা অক্ষত হোক আমরণ
আমি শুধু এক সাধারণ মানুষ
           যেন হতে পারি তোমারই মনের গভীরে একজন