যদি এমন হতো
জীবনটা হতো সাজানো বাগান
বয়সটা যেত থমকে, প্রকৃতি হতো তুলির টানে
আকাশ ইচ্ছে মতো


যদি এমন হতো
তারার মতো চাওয়া গুলো, ঝরে
পড়তো মুঠো ভরে, জ্যোৎস্নাস্নাত প্রতিটি যামিনী
দিবালোকে হারিয়ে যেত


যদি এমন হতো
কুল কুল রবে বয়ে যাওয়া নদী
মনমাঝি ভাসায়ে স্রোতের অনুকূলে, কষ্ট ভাবনা যত
ধুয়ে চলে যেত  


যদি এমন হতো
দুঃখ কষ্ট কিছু নেই, সব আনন্দ
না পাওয়া বলে কিছু নেই, সব পাওয়াতে পরিবর্তিত
নিজের মনের মতো


যদি এমন হতো
মৃত্যু নেই ফুলের, নেই বিহঙ্গেরও
প্রকৃতি চিরবসন্ত, মৃত্যুর স্বাদ পাবে না কেও কখনো
মৃত্যু ইচ্ছা মতো