জীবনটা যদি গল্প হয়
ভালোবাসা তবে তো মন্দির
কাছের মানুষকে না দেখলেই
মনটা হয় অস্থির
মন্দিরে কত মানুষের আগমন
দেবতা তো একটাই
জীবনে জড়িয়ে কত বনধু
স্বতন্ত্র ভালোবাসাটাই
একটি তীর ভেঙে গেলেও
আর একটি তীর যে গড়ে
ভাঙা তীরে দাঁড়ায়ে দাঁড়ায়ে
তোমারেই মনে করে
দোষ কি বলো বিধাতার
বানায়েছে যে তোমাকে
চোখের দোষ কি বলো
দেখতে চায় যে শুধু তাঁকে
তীর ভাঙা ঢেউ গুনতে গুনতে
সে যে ভীষণ ক্লান্ত
তোমারই কথা ভাবতে ভাবতে
হয় না তো সে শ্রান্ত
দৃষ্টির কি দোষ বলো
ভালো লাগে যে তোমাকে
মনের কি দোষ হয় বলো
মন যদি যে চায় তাঁকে
জীবনটা গল্প হলেও স্বপ্ন
তো কখনো সত্যি নয়
ভালো তো হতো যদি
ঢেউ সর্বনাশা না হয়
হৃদয়ের দোষ কি বলো
হৃদয় দিয়েছে তোমায়
তাঁহার দোষ কি বলো
তোমার হৃদয়ে যে মেলায়