যে পথ এসেছি ফেলে
পথরেখা গেছে মুছে
ফিরিবার জো নেই আর।
যত দূরে যাই
নাগাল নাহি পাই
দূর দিগন্ত রেখার।
মজিয়াছে ইচ্ছে নদী
তার উপর ভাঙা তরি
বাইতে কি আমি আর পারি?
না জানি এগিয়েছি কত
দূরত্ব বেড়েছে শত
চাইলেও কি ফিরে যাওয়া যায় ?
ঘুচাবে অভাব আঁধার
ভেবেছিলো পরিবার
হায়, সেই প্রদীপ আজ মৃতপ্রায়।
ধুঁকছে অপেক্ষায়
এই বুঝি নিভে যায়
কোনো এক দমকা হাওয়ায়।