যদি তোমার দুঃখ কারো মনে
দাগ কাটতে নাই পারে,
তবে হাসতে শেখো।
যদি তোমার চোখের জলে
কারো বুক নাই ভেজে
তবে সেই জল লুকাতে শেখো।
যদি তোমার কথা কারো
হৃদয় স্পর্শ করতে নাই পারে
তবে চুপ থাকতে শেখো।
যদি চলার পথে
কেউ শক্ত করে হাত না ধরে
তবে একা একা হাঁটতে শেখো।
যদি তোমার ব্যর্থতায়
কেউ সঙ্গী হতে না চায়
তবে নিজেকে সফল করো।
যদি তোমার দুঃসময়ে
ভরসার কাঁধ নাই থাকে
তবে নিজের কাঁধ শক্ত করো।
যদি তোমার কান্নার শব্দ
কারো শান্তি-ঘুমে ব্যাঘাত হানে
তবে বধির তোমায় হতেই হবে।
যদি কেউ জড়িয়ে ধরে
নাই বলে "আমি আছি"
তবুও তোমায় থাকতে হবে।
যদি তোমাকে ভালো রাখার দায়িত্ব
কেউ নিতে নাই চায়
তবে দায়িত্ব তোমায় নিতে হবে।
সবাই ভালো থাকে না
তাই এখন থেকে
ভালো থাকা শিখতে হবে।