যাহারে খুঁজেছি আঁখিতে আঁখিতে
ভ্রমেছি সাগর কিনারে
গিয়েছি পাহাড়ে মরু প্রান্তরে
হেরেছি গগন পাতালে।
যাহার লাগিয়া দিবস রজনী
ভুলেছি ভুবন ভুলেছি আপনি
জীবন নদী থামিয়া গিয়াছে
তোমা বিরহে আমি গতিহীন।
কতো ঝরিয়াছে শিউলি কামিনী
জোঝনামত্তা নিঝুম জামিনী
পাখির কূজন আকুল ধ্বনি
হৃদয় স্পর্শ করে নি।
মনের ভ্রমেতে হইনু মত্ত
ঘুরিয়া বেড়াই যত্র তত্র
ভেবেছিনু তারে হারায়েছি আমি
আমি নরাধম ক্ষমার অপাত্র।
নয়ন মেলিয়া খুঁজেছি তাহারে
আপন নয়ন বাহিরে
বুঝি নাই সে তো লুকায়ে ছিল
মম হৃদ মাঝারে।