যেখানে আকাশ ছোঁয়ার স্পর্ধা নিয়ে
দাঁড়িয়ে থাকে পাইনের সারি
দিনের শেষে ঝরে পড়ার ইচ্ছায়
অবহেলায় ফুটে থাকে ক্যামোলিন
তেমনি কোনো পথের বাঁকে
আমি প্রহর গুনি তোমার অপেক্ষায়।
তুমি ঘিরে ছিলে কুয়াশার মতো
আমিও ছিলাম তোমাতেই আছন্ন
ক্যানভাসে ভেসে উঠে বহু স্মৃতি
মেঘের মতো চলে আনাগোনা।
ধীরে ধীরে পাহাড়ের অলিতে গলিতে
বিষন্ন অন্ধকার নেমে আসে
চেনা মুখগুলো কেমন ঝাপসা লাগে,
হিম শীতল বাতাস ধেয়ে আসে
অর্কিড-এর পাঁপড়িগুলো কেঁপে ওঠে
টুপ করে ঝরে পড়ে
শিশিরের শেষ অভিমান টুকু।
তারপর হটাৎ করে বৃষ্টি এলো
টুপটাপ শব্দে শহরের কোলাহল ঢাকা পড়লো,
চোখের পাতা ভিজিয়ে
ঝরে পড়ে বুকের বাম পাশে।
তখনো আমি বসে থাকি তোমার অপেক্ষায়
বৃষ্টি আমায় বর্ষার ফলার মতো বিঁধতে থাকে
দূর থেকে ভেসে আসা ঝিঞ্জির ডাক
একসময় থেমে যায়,
চারিদিকে এক মায়াবী নির্জনতা
মৃত্যুর সমান  ভয়ঙ্কর শুন্যতা
হৃদপিন্ডের শব্দটাও এই নিস্তব্ধতায়
কেমন বেমানান লাগে।