মাঝ রাতে হটাৎ কুয়াশা পড়ার শব্দে ঘুম ভাঙে
নীরবতার মাঝে শুনতে পাই তোমার কথার সমুদ্রের ঢেউ
তোমার জন্য জমিয়ে রাখা ভালোবাসাগুলো
দীর্ঘশ্বাস রূপে একটু একটু করে বাতাসে ছড়িয়ে দিই
জমে থাকা বরফ শীতল অভিমানের পাহাড়
অবাধ্য লাভা'র মতো নেমে আসে
শিশুর মতো চিৎকার করতে ইচ্ছে হলেও
নিজেই নিজেকে সামলে নিই।
এখন আমি অনেক সংযত
খুব যত্নে লুকিয়ে রাখি নিজের ক্ষত
দিনের আলোয় বেশ পরিপাটি
ঠোঁটে নিয়ে মিথ্যে হাসি আমি ভীষণ পরিণত।