ছায়া যেদিন ছাড়বে কায়া
পুড়বে স্মৃতি পুড়বো আমি
উঠবে শুধু কালো ধোঁয়া
ভুলবে সবাই ভুলবে তুমি
ছিন্ন হবে সকল মায়া।
দুঃখ সুখের মিথ্যাভিনয়
মান অভিমান যত সংশয়
মন্দ ভালোর দ্বন্দ্ব ভুলে
বিদায়ের  গান গাইবো সেদিন
অগ্নিবীনায় সুর তুলে।  
পুড়বে সেদিন বুকের পাঁজর
ছিন্ন হবে লোহার শিকল,
মুক্ত হবে বন্দি পাখি
পাড়ি দেবে নিরুদ্দেশে
সাধ্য কি আর ধরে রাখি।
যদি থাকে হিসেব বাকি
ভেবোনা আমি দিয়েছি ফাঁকি,
অঙ্ক কষে কিইবা পাবে
শূন্য দিয়েই শুরু হয়ে
মহাশুন্যে বিলীন হবে।