শব্দেরা দিয়েছে ভাষা
সঙ্গীতে তার প্রান।
হৃদয় ফেটেছে দ্বারে
খোলা দারে জান।
নিব ভাঙা কলমে
দাগ টেনে মরে,
কিছু স্মৃতি মন
ভুলিতে না পারে!
কালি ঝরে পড়ে
ফেটে যায় বুক,
ভাঙা নিব তবু
করে থাকে চুপ!
কে বা রাখে খোঁজ
ছুড়ে ফেলে তারে,
জঞ্জাল হয়ে পড়ে
থাকে পথ 'পারে!