পুকুরটা আজ কাঁদছিল
ঝাপসা তোড়ের বর্ষা জলে
মাছগুলো সব নাচছিল।
টুপুর টাপুর জীবন ফোঁটা
হৃদয় মাঝে ঝরছিল,
আলকুশি আর বিছুটি সব
পাড় জড়িয়ে ধরছিল।


পুকুরটা কাল হাসছিল
ঝিলিক ছটায় চোখ ধাঁধিয়ে
গল্প নতুন লিখছিল।
পানকৌড়ির ডুবের খেলায়
মাছরাঙাটার ভাগ ছিল।
লাল আঁচলের ডুবটা তখন
স্বপ্ন নতুন বুনছিল।


পরশু পুকুর নাচছিল
বৃদ্ধ বটের শুকনো পাতা
মঞ্জীর ধুন তুলছিলো
পুকুর পাড়ের মানকচু সব
মৃদঙ্গতে বোল দিল,
লাল ঘোমটার কন্যা তখন
প্রেমের আবেশ মাখছিলো।


এবার পুকুর মরছিল
স্বপ্ন গুলো সরিয়ে রেখে
হিসেব খাতায় কেটে - কুটে,
হাসি কান্নার গল্প লিখে
অট্টালিকা গড়ছিল।
জঙ্গলে সব মানুষ গুলোর
ভালো থাকার তাল ছিল।


এবার পুকুর মরছিল।



সুমু


-------------------------