কথা দাও
-------------------------


আজ হঠাৎ তুমি বললে,
"কথা দাও" -----


তোমার না বলা বাকী কথাগুলোতে
অন্তর্নিহিত ছিলো প্রশ্ন।


অথছ
আমি কথা দিচ্ছি প্রতিনিয়ত।


তুমি বোধ হয় সেটা বুঝতে পারো নি।


তুমি চেয়েছিলে হৃদয় খুঁড়ে বের করে আনতে জটিল শব্দমালা,


"আমি তোমার ই"!


পৃথিবীতে প্রত্যেকেই একা।
প্রতিনিয়ত মিল খোঁজার চেষ্টায় ক্লান্ত বিধাতা।


অমিল এর মধ্যেই মিলের খোঁজ বা কখনো বা মিলের হিসেব মেলাতে ক্লান্ত বিধাতা।


আসলে বকলমে সময় গড়ে নিচ্ছে একে অপরকে ।


একটু বড় হয়েই, যুদ্ধ করার প্রস্তুতি নিয়েছি আমি।


ধীরে চলতে বলেছি সময় কে।


শেষে,
যুদ্ধ করেছি সময়ের সাথেই ।


কিন্তু সেই তত্ব জ্ঞানী আমার কথা শোনেনি।


তুমি ভেবেছো, সবই বুঝি আমার ভান।
সময়ের সাথে ষড় করে,
তোমায় বুঝি সময়েরই প্রলেপ দিচ্ছি।


আসলে আমার তূণের প্রয়োজন ফুরিয়েছিল।
আমি অসির ব্যবহারের থেকে, মসীর ব্যবহারে সময় অতিবাহিত করছিলাম।


হাতিয়ার বিহীন সৈনিক কে উপহাস করেছিল শত্রু,
অক্লেশে তারা আমাকে
বন্দী করতে চায় নি,
ওরা আমাকে সুযোগ দিচ্ছিল।


তুমি তাচ্ছিল্য করেছিলে
ক্লান্ত সৈনিক কে।


তুমি তাকিয়েও দেখো নি,
রণভূমির প্রস্তুতি।


তুমি কানেও শোনো নি,
রণ ভেরীর আওয়াজ।
জানতেও চেষ্টা করো নি,
আমি সৈনিক এর মন্ত্রগুপ্তির শপথ নিয়েছি কি না।


ক্লান্তি প্রদর্শন
সৈনিক এর শোভা পায় না।


কাজেই,
যুদ্ধ আমি আবার শুরু করেছি,


তোমার জন্য।


যুদ্ধান্তে মৃত বা জীবিত
আমায় খুঁজে দেখো।


পাবে তোমার উত্তর।


আমার কথা দেওয়া,
বা তোমার কথা পাওয়া
অথবা দুটোই।


সুমু