সুন্দরী তোমার চোখে,


পৃথিবী হারায় প্রাসঙ্গিকতা।


জীবন হয় সহজ,


জটিলতার রেশ কাটিয়ে।


রডোডেনড্রন লজ্জা পায় রং ছড়াতে।


কাঞ্চনজঙ্ঘার প্রথম সূর্য বলে


আরো দেখি তোমায়।


পৌষের শীতল হাওয়া,


ভারী করে তোমার কনীনিকা।


তোমার  অপাঙ্গের  চাহনি


হৃদয়ে জাগায় অনুরণন।


আর


অনেক দূরে কোনো এক প্রেমিক,


করে চলে শবরীর প্রতীক্ষা।


ভরিয়ে ফেলে পাতার পর পাতা


কিছু হিজিবিজি শব্দে,


শুধু সেই চাহনির অপেক্ষায়।



সুমু
--------------------