জীবন ছিল সাদা পাতা
আকাশ ছিল কালো,
রঙের ছোঁয়া মিলিয়ে গেল
ছিলনা দিগন্তের আলো।
হাসি ছিল সবার জন্য
নিজের হৃদয়ে কান্না,
আঁধার ভরা হৃদয় কোনে
তুমি দিলে আলোর-বন্যা।
জীবন ছিল সাদা পাতা
আকাশ ছিল কালো,
তোমার ছোঁয়ায় জীবন থেকে
রাত্রি মিলিয়ে গেল।
ভালোবাসা চাইনি নিজের জন্য
চেয়েছিলাম বাসতে ভালো,
তুচ্ছ ভেবে, একলা করেছিল
দেখেছি ওগো তোমার হৃদয়-ভরা
ভালোবাসা শুধুই আমার জন্য।
জীবন নেই সাদা পাতা
আকাশ নেইতো কালো,
তুমি সাজিয়েছ রঙের পসরা
দিয়েছ খুশির আলো।


তারিখঃ- ৩০.০৩.২০২০


সকল কবিদের প্রতি প্রার্থনা করি আপনারা বর্ত্তমান বিশ্বের সংকটময় মুহূর্তে  নিজের বাড়িতে থাকুন,সুস্থ থাকুন নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান এবং সবাইকে বাঁচার অনুপ্রেরণা জাগান।