কত ব্যস্ত আমরা
দিনের প্রতিটি মুহূর্ত,
হারিয়ে যাচ্ছে নিমেষে।
হৃদয়ের টান,চোখের ভাষা
সবই তো গেছে,অবশেষে।
কত ব্যস্ত আমরা
নিজের পদোন্নতির কাজে,
আপনজন আর নেই কেউ
আজ সবাই প্রতিযোগী।
ভাঙা-চোরা সেই মাটির ঘরেতে
বসে আছে এক নারী।
পথ চেয়ে চেয়ে ক্লান্ত হয়েছে
বুক ভরা তার আশার আলোতে,
দিন গুনছে চৌকাঠে।
অনেক ভুলের শেযে
একদিন হয়ত জুটবে এসে,
বলবে সেদিন " এসেছি মাগো
তোমার খবর নিতে"।
চোখের দৃষ্টি খুইয়ে বসেছে
চিনতে পারে না আর,
পরের ছেলেকে ডাক দিয়ে
বলে " এলিরে বাছা আজ"।
কত ব্যস্ত আমরা
দিনের প্রতিটি মুহূর্ত,
সময় হয়না খবর নেওয়ার
দৃষ্টি হারানো মায়ের।