হয়তো বহু বছর পরে
আবার হবে দেখা,
কোনো এক অচেনা রাস্তার মোড়ে
হাজার অচেনা মুখের ভিড়ে
হয়তো তুমি চিনেও চিনবে  না আমায়;
হয়তো সেদিন হারিয়ে যাব
তোমার  স্মৃতির বেদনা মাখানো জালে,
কোনো এক চাঁদের উপমায়
তবুও ভালোবাসব সমাজে কলঙ্কিত হয়েও
শত লাঞ্ছনা পেয়েও
সমাজে বঞ্চিত থেকেও
তোমার স্মৃতিকে জাগিয়ে রাখব;
নিজের প্রানকে জ্বালিয়ে
তোমার নিঃশ্বাস
আজ ও আমার হৃদয়ে বাজে।


note:-কবিতাটি লিখেছেন জয়ন্ত মাহাত